বরিশালের গৌরনদীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের দুই আরোহী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
Published : 04 Jul 2016, 01:28 PM
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি এজাজ হোসেন জানান, সোমবার ভোরে উপজেলার বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুয়া এলাকার মনিরুল ইসলামের ছেলে রনি হাওলাদার (২২) ও কবির খলিফার ছেলে বেল্লাল হোসেন (২৩)।
আহত রুবেল (২০) ও আরিফকে (২৩) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি এজাজ বলেন, ভোরে প্রাইভেটকারটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাককে পাশ দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারান।
“এ সময় রাস্তার পাশের একটি গাছের ধাক্কা লাগলে চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক রনি ও বেল্লালকে মৃত ঘোষণা করেন। ”