ঝালকাঠিতে ৯ হুজি সদস্য দণ্ডিত

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) নয় সদস্যকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঝালকাঠির একটি আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2016, 10:12 AM
Updated : 5 June 2016, 10:12 AM

একই সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাভোগ করতে হবে।

রোববার বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. শফিকুল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- মশিউর রহমান (৩৩), আবুল বাশার মৃধা (৪০), মিনহাজুল আবেদিন (২৪), মো. সেরাজুল ইসলাম (৪৫), আব্দুল আজিজ (২৭), মো. নূরুল ইসলাম (২৭), মো. সোহাগ (৩২), জোবায়ের (২৪) ও মো. বাকি বিল্লাহ (১৮)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৪ অগাস্ট সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর কওমি মাদ্রাসায় আসামিরা সরকার বিরোধী কাজের পরিকল্পনা এবং জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছিল। ওই সময় পুলিশের কাছে আটক করে।

ওই সময় তাদের কাছ থেকে একটি গ্রেনেড, দেশি অস্ত্র ও বেশকিছু জিহাদি বই উদ্ধার হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নলছিটি থানার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক এবং সন্ত্রাস বিরোধী আইনের ধারায় মামলা করেছিলেন।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দেওয়া হয়েছে। তবে অস্ত্র ও বিস্ফোরক আইনের অভিযোগ থেকে খালাস পান তারা, বলেন আব্দুল মান্নান।

দণ্ডিতদের বাড়ি নীলফামারী, গোপালগঞ্জ, মাদারীপুর ও ঝালকাঠি জেলায়।