যশোরে ব্যালট ছিনতাই, ২ জনের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জালভোট দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2016, 07:40 AM
Updated : 28 May 2016, 07:40 AM

শনিবার জেলার একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ সাজা দেন বলে জানান অভয়নগরের ইউএনও নাসির উদ্দিন মিয়া।

সাজাপ্রাপ্তরা হলেন-আব্দুল হামিদ ও ফারুক হোসেন।

ইউএনও সাংবাদিকদের বলেন, প্রেমবাগ ইউনিয়নের প্রিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নিয়ে জালভোট দেওয়ার অভিযোগে এ দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়। তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই কেন্দ্রের ৮৬টি ব্যালট পেপার বাতিল করা হয় বলেও তিনি জানান।