জয়পুরহাটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

জয়পুরহাটে অপহরণের ১২ ঘণ্টা পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় এক নারীকে গ্রেপ্তারও করা হয়।  

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2016, 01:06 PM
Updated : 18 March 2016, 01:06 PM

বৃহস্পতিবার গভীর রাতে জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রাম থেকে মেয়েটিকে (১৪) উদ্ধার করা হয়। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলের সামনে থেকে উজ্জ্বল নামের এক প্রতিবেশী অপহরণ করে।

“রাত ১০টার দিকে মেয়েটি তার কাছে থাকা মোবাইল ফোন থেকে মামাকে ফোন করে।”

তখন মেয়েটির পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোনের সূত্র ধরে কালাই উপজেলার বিয়ালা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় বলে ওসি জানান।

তিনি বলেন, অপহরণে জড়িত অভিযোগে ওই বাড়ির মালিক আব্দুর রাজ্জাকের স্ত্রী হিরা বেগমকে (২৪) আটক করেছে পুলিশ। ওই সময় অপহরণকারী উজ্জ্বল ও বাড়ির মালিক রাজ্জাক পালিয়ে যায়।

এ ব্যাপারে মেয়েটির পরিবার থানায় অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।