নারায়ণগঞ্জে মা-মেয়ে খুন, জামাতা আটক

পাঁচ খুনের এক মাসের মাথায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় স্ত্রী ও শাশুড়িকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2016, 05:39 PM
Updated : 19 Feb 2016, 06:02 PM

শুক্রবার সন্ধ্যায় কাঁচপুর বাড়ীপাড়ায় এই হত্যাকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে। 

নিহতরা হলেন বাড়ীপাড়া এলাকার পোশাক শ্রমিক কাওসার হোসেনের স্ত্রী লাভলী (২৫) ও লাভলীর মা (৪০)। ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তারা।

কাওসার হোসেনকে (২৭) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

এলাকাবাসী জানায়, বাড়ীপাড়া এলাকায় একটি বাড়িতে এক রুম নিয়ে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক কাওসার, স্ত্রী লাভলী ও শাশুড়ি। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো।

প্রতিবেশীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে কাওসার স্ত্রী লাভলীকে গলাকেটে হত্যা করে।

“এ সময় বাধা দেয়ার চেষ্টা করলে শাশুড়িকেও কাওসার গলা কেটে হত্যা করে।”

মোখলেছুর রহমান জানান, এ সময় তাদের চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী গিয়ে কাওসার হোসেনকে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়।

“আটক কাওসার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার স্ত্রীর সঙ্গে অন্য লোকের অনৈতিক সর্ম্পক থাকার কারণে ক্ষুদ্ধ হয়ে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

লাভলী একটি পোশাক কারখানার মেশিন অপারেটর এবং কাওসার হোসেন গার্মেন্টসের হেলপার।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় একটি বাড়িতে দুই শিশুসহ পাঁচজনকে হত্যা করা হয়।