মাটিচাপা নবজাতক জীবন্ত উদ্ধার

দুই স্কুলছাত্রকে নির্যাতনে তোলপাড়ের মধ্যে রাজশাহীর পবায় একটি মসুর ক্ষেতে মাটিচাপা দেওয়া এক নবজাতকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2016, 03:50 PM
Updated : 19 Feb 2016, 03:50 PM

শুক্রবার বিকালে উপজেলার রণহাট এলাকায় একদিন বয়সী মেয়েটিকে পাওয়া যায় বলে জানান মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান।

মেয়েটিকে স্থানীয় এক নারীর তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক অশোক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে কাপড়ে মুড়িয়ে মাটির ঢেলা দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল। বিকালে স্থানীয় লোকজন কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎকের কাছে নিয়ে যান।   

“ওই চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন।”

তিনি আরও বলেন, শিশুটিকে উদ্ধারের পর আয়শা নামের স্থানীয় এক নারী তাকে রাখতে পুলিশের কাছে আবেদন করেন।

“শিশুটির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে ওই নারীর হেফাজতে রাখা হয়েছে।”

শিশুটির বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

কয়েকদিন আগে পবায় দুই স্কুলছাত্রকে বেঁধে পেটানোর দৃশ্য ভিডিও ধারণের ঘটনায় দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।