রাজশাহীর বাঘায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
Published : 15 Feb 2016, 08:24 PM
সোমবার দুপুরে উপজেলা সদরে শাহদৌল্লা ডিগ্রি কলেজে এ সংঘর্ষে পুলিশসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
কলেজের অধ্যক্ষ আজাহার আলী বলেন, বাঘায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয় । তাদের মধ্যে কলেজের প্রভাষক আবু বক্কর সিদ্দিকের ছেলে দুর্জয়, শিক্ষার্থী আাসিফ, মেহেদী, পলাশকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অধ্যক্ষ আরও জানান, বাঘা শাহদৌল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তেঁতুলিয়ার পরিবর্তে বাঘা সদরে করার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল।
বাঘা থানার ওসি আলী মাহামুদ জানান, সড়কে যানজট সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রদের চলে যেতে বলে।
“কিন্তু তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ তাদের ধাওয়া দেয়।”
ছাত্রদের ছোড়া ইটের আঘাতে বাঘা থানার পরিদর্শক শ্রী ধীরেন্দ্রনাথ, এসআই মির্জা হাসান ও কনস্টেবল তোতা আহত হন বলে দাবি করেন তিনি।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।