বগুড়ায় আ. লীগ ৪, বিএনপি ৩, স্বতন্ত্র ২

বগুড়ার ৯টি পৌরসভার মধ্যে ৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা, ৩টিতে বিএনপির প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2015, 05:46 PM
Updated : 31 Dec 2015, 05:28 AM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এসব ফল ঘোষণা করেন।

বগুড়া: বগুড়া সদর পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান জয়লাভ করেছেন।

তিনি ধানের শীষে ১ লাখ ৬ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রেজাউল করিম মন্টু নৌকায় পেয়েছেন ৪৮ হাজার ৭০২ ভোট।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা হায়াত-উদ-দৌলা খান বুধবার রাত সোয়া ১২টায় বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

শিবগঞ্জ: শিবগঞ্জ পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক।

রিটার্নিং কর্মকর্তা অমিনুর রহমান বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

মানিক পেয়েছেন ৭ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও সাবেক মেয়র মতিউর রহমান পেয়েছেন ৬ হাজার ৫৪ ভোট।

সারিয়াকান্দি: সারিয়াকান্দি পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আলমগীর শাহী সুমন।

রিটার্নিং কর্মকর্তা প্রত্যয় হাসান বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

সুমন পেয়েছেন ৫ হাজার ৭৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও সাবেক মেয়র আলহাজ টিপু সুলতান পেয়েছেন ২ হাজার ৪৪৭ ভোট।

কাহালু: কাহালু পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ।

রিটার্নিং কর্মকর্তা তাসলিমা খাতুন বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

হেলাল পেয়েছেন ৪ হাজার ৭৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল মান্নান পেয়েছেন ৩ হাজার ৪৬৭ ভোট।

আবদুস সাত্তার

শেরপুর:
শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা এ টি এম সরোয়ার বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

সাত্তার পেয়েছেন ৮ হাজার ৯১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু পেয়েছেন ৬ হাজার ১৬৫ ভোট।

গাবতলী: গাবতলী পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিব বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

সাইফুল পেয়েছেন ৭ হাজার ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল পাইকাড় পেয়েছেন ২ হাজার ২৩৬ ভোট।

সান্তাহার: সান্তাহার পৌরসভায় বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো।

রিটার্নিং কর্মকর্তা  রেজাউল করিম বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

তোফাজ্জল পেয়েছেন ৮ হাজার ৮৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল ইসলাম রাজা পেয়েছেন ৮ হাজার ২৮৯ ভোট।

নন্দীগ্রাম: নন্দীগ্রাম পৌরসভায় বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।

রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

জুয়েল পেয়েছেন ৪ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত পেয়েছেন ৪ হাজার ৩৪৬ ভোট।

ধুনট: ধুনট পৌরসভায় বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র এজিএম বাদশা।

রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান বুধবার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।

বাদশা পেয়েছেন ৪ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল পেয়েছেন ২ হাজার ৪৬৫ ভোট।