পিরোজপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভান্ডারিয়া উপজেলা কৃষকলীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মুন্সি (৬২) নিহত হয়েছেন।
Published : 11 Dec 2015, 03:39 PM
শুক্রবারের এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে।
ওই কাউন্সিলে যোগ দিতে আসা ইকরি ইউপি আওয়ামী লীগের নেতা আবু বকর ছিদ্দিক ও ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, একটি ফেরী ঘাটে আসতে দেখে এক চালক স্টার্ট দেওয়ার পর বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় মঠবাড়িয়া উপজেলা থেকে আসা ওই বাসটি সেখানে থাকা একটি মোটর সাইকেল ও ফেরিতে ওঠার জন্য অপেক্ষমাণ কয়েকজনকে চাপা দেয়। এদের মধ্যে আব্দুল হামিদ ঘটনাস্থলেই মারা যান বলে ওসি জানান।
সংবাদ শুনে ভান্ডারিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহত ১৩ জনকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে নয় জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।