নাশকতার চালানোর চেষ্টার অভিযোগে পিরোজপুরে জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Published : 02 Nov 2015, 11:09 AM
রোববার ভোরে ভাণ্ডরিয়া থানা ও কাউখালী থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাউখালী উপজেলার জামায়াত সেক্রেটারি নজরুল ইসলাম ও আনোয়ার গাজী, ভাণ্ডরিয়া উপজেলার জামায়াতের সভাপতি আবদুল গণি, কর্মী রহুল আমিন ও ওয়াদুদ।
তাদের বিরুদ্ধে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির তথ্য রয়েছে বলছে পুলিশ।
ভাণ্ডরিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘রোববার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।’
কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, অভিযান চালিয়ে কাউখালী উপজেলার বিড়ালজুরি গ্রাম থেকে নজরুল ও আমড়াজুরি গ্রাম থেকে আনোয়ারকে আটক করা হয়।
এছাড়া ভান্ডারিয়া উপজেলার শেয়ালকাশি থেকে আব্দুল গণি, সদর উপজেলা থেকে জামায়াত কর্মী রহুল আমিন ও পিরোজপুর পৌরসভার মাসিমপুর থেকে ওয়াদুদ আটক হন বলে জানান তিনি।
তাদের সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।