শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি বন্ধ থাকবে ৫ দিন

ড্রেজিংয়ের জন্য শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2015, 12:57 PM
Updated : 9 Sept 2015, 12:57 PM

বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওই সময় যানবাহন মালিক/চালকদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকটের কারণে গত ২০ অগাস্ট থেকে বিআইডব্লিউটিসির রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এরপর থেকে শুধু ছোট আকারের ৩টি ফেরি দিয়ে সীমিত আকারে পারাপার চালু রাখা হয়।

“এই সমস্যা নিরসন করে চ্যানেলটি পুরোপুরি ফেরি চলাচলের উপযোগী করা এবং দ্রুত ড্রেজিংয়ের কাজ শেষ করার জন্য ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হবে।”

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান জানান,  শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে পদ্মা সেতুর কাজে ব্যবহৃত সিনো হাইড্রোর উচ্চক্ষমতা সম্পন্ন ড্রেজারসহ ৮টি ড্রেজার খনন কাজ করছে।