নওগাঁর সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর মৃত্যু

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মহাদেবপুর-বদলগাছী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আকরাম হোসেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 03:00 PM
Updated : 13 Nov 2023, 03:00 PM

নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। 

তার স্ত্রী মায়া চৌধুরী জানান, সোমবার দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ায় বাসায় বাথরুম থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান ৬৮ বছর বয়সী আকরাম চৌধুরী। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মহাদেবপুর-বদলগাছী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আকরাম হোসেন। পরেরবারও তিনি দলের মনোনয়ন পেয়েছিলেন, তবে নির্বাচিত হতে পারেননি। 

নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেনকে ২০১৫ সালে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তার হাতেই প্রতিষ্ঠিত হয় নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২ এফএম। 

আকরাম হোসেনের ব্যক্তিগত সহকারী আলাল হোসাইন জানান, সোমবার বিকাল ৪টার দিকে নওগাঁয় জানাজা শেষে সাবেক এমপির মরদেহ তার গ্রামের বাড়ি বদলগাছী উপজেলার চাকরাইলে নেওয়া হয়। 

“উনার ছেলে দেশের বাইরে থাকায় আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় আরেক দফা জানাজা শেষে উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”  

আকরাম হোসেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নওগাঁ-৩ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী, সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন। 

এ আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারও সাবেক এমপির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।