“এলাকার ছোট ছেলেমেয়েরা খেলতে খেলতে নিজেদের মধ্যে হাতাহাতি ও ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে আরিফ তাদের শাসন করে।”
Published : 21 Apr 2025, 10:28 AM
চুয়াডাঙ্গায় এলাকার শিশুদের শাসন করার জেরে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
রোবার রাতে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের বড়শলুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই শামসুর রহমান জানান।
আহত আরিফ হোসেনের (৪৫) বাড়ি ওই বড়শলুয়া গ্রামে।
তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শামসুর বলেন, “বিকালে এলাকার ছোট ছেলেমেয়েরা খেলতে খেলতে নিজেদের মধ্যে হাতাহাতি ও ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে আরিফ তাদের শাসন করে। এর জেরে রাত সাড়ে ৯টার দিকে তিন যুবক আরিফকে কুপিয়ে আহত করে।
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার আগেই আরিফকে এলাকার লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের পরামর্শে আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাস বলেন, “জেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে জখম করার ঘটনা বেড়েছে। চলতি মাসে কুপিয়ে আহত করা হয়েছে অন্তত পাঁচজনকে। এর মধ্যে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার পাড়ার নিপুণ সাহা নামের একজনকে কুপিয়ে আহত করার পর গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
“নিপুণ মারা যাওয়ার দিনই চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ এলাকায় ফিরোজ আহমেদ নামের একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এর আগে ১১ এপ্রিল রাতে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে আমিরুল ও রুবেল হোসেন নামের দুই যুবককে কুপিয়ে আহত করা হয়।”
এসব ঘটনায় ইতোধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করে আইনে আওতায় নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার কনক কান্তি।