সুমন ও আতিক ঢাকা থেকে মোটরসাইকেলে করে শরীয়তপুরে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
Published : 15 Aug 2024, 11:09 PM
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ফেইসবুকে লাইভ করতে করতে পদ্মা সেতু পার হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরেক আরোহী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম।
নিহত ইনজামুল হক সুমন (৩৪) ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধাকান্দি এলাকায়।
আহত আতিক হাসান (৩৪) ইনজামুল হক সুমনের সহকর্মী। তিনি শিক্ষানবিশ আইনজীবী।
পুলিশ জানায়, ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলে করে সখিপুরের উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সুমন আর পেছনে বসে ফেইসবুক লাইভ করছিলেন আতিক।
পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সুমন মারা যান। গুরুতর আহত হন আতিক। দুর্ঘটনার পুরো বিষয়টি লাইভ ভিডিওতে দেখা যায়।
ওসি শরিফুল আলম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরেকজন আহত হয়েছেন।