মোবাইল ছিনতাই করে পালানোর সময় চোরকে ধরলে তার চিৎকারে লোকজন জড়ো হয়ে কনস্টেবল ও তার বন্ধুকে মারধর করে বলে জানায় পুলিশ।
Published : 11 Nov 2024, 01:21 AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘পকেটমার’ সন্দেহে এক পুলিশ কনস্টেবল ও তার বন্ধুকে মারধর করেছে একদল লোক।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।
আহতরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) এবং তার বন্ধু মো. রাজু (৪৫)।
শফিউজ্জামান সাংবাদিকদের জানান, তিনি সিদ্ধিরগঞ্জ এলাকায় এক বন্ধুর বাসায় এসেছিলেন। ঢাকায় ফিরতে বন্ধুর সঙ্গে সানারপাড় বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ান।
এ সময় এক ব্যক্তি তার পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিলে তিনি ওই পকেটমারকে ধরে ফেলেন বলে জানান তিনি।
তিনি বলেন, “ওই পকেটমার উল্টো আমাদের পকেটমার বলে চিৎকার করে লোকজন জড়ো করেন। কিছুক্ষণের মধ্যে জনতা ও কয়েকজন ছাত্র আমাদের মারধর শুরু করে। পুলিশ কনস্টেবলের পরিচয়পত্র দেখালেও তারা ‘ভুয়া পুলিশ’ বলে আমাদের মারতে থাকে।”
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে হেফাজতে নেন। পরে তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি আল মামুন বলেন, “এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। ওই পুলিশ সদস্য ছুটিতে ছিলেন এবং এক বন্ধুর বাসায় বেড়াতে এসেছিলেন। বাসস্ট্যান্ডে এক পকেটমার তার মোবাইলটি ছিনতাই করলে তিনি তাকে ধরে ফেলেন।
“ওই পকেটমার কৌশলে চিৎকার করে লোকজন জড়ো করে এবং নিজে সেখান থেকে পালিয়ে যায়। পরে জনতা ওই কনস্টেবল ও তার বন্ধুকে মারধর করে।”
এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।