রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবেশে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিরও দাবি জানান।
Published : 20 Jan 2025, 07:09 PM
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি পুনঃস্থাপন এবং ঢাকায় আদিবাসী শিক্ষার্থী ও সংক্ষুদ্ধ ছাত্র-জনতার ওপর হামলার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে চার দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, গ্রাফিতির বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তারা জুলাই অভ্যুত্থান ও অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের চেতনাকে ধারণ করে না। স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের অস্তিত্বের দাবি নিয়ে কথা বলতে হচ্ছে।
অনতিবিলম্বে পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহাল রেখে সব জাতি মিলে একটি সম্পৃক্ত ও সুষ্ঠু নাগরিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠনের দাবি জানান বক্তারা।
এ ছাড়া সমাবেশে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর আলী রেজা অপু, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর সৌভিক রেজা, বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় কুমার, পাহাড়ি ছাত্র পরিষদের বিজয় চাকমা এবং সামিন ত্রিপুরা বক্তব্য দেন।