“এখানে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের কিছু আইনজীবীর নাম ঢুকেছে।”
Published : 13 Nov 2024, 10:01 PM
গাজীপুর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বিক্ষুব্ধরা বুধবার দুপুরের দিকে পিপি ও জিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন।
আন্দোলনরত আইনজীবীরা অভিযোগ করেন, মহানগর বিএনপির কারো সঙ্গে পরামর্শ না করে জেলা বিএনপির দুজন নেতার ব্যক্তিগত পছন্দের ও বিভিন্ন উপজেলার আইনজীবীদের সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গাজীপুর জেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “আমরা যে নামের তালিকা দিয়েছিলাম নিয়োগে সে তালিকার বাইরেও অনেক নাম রয়েছে। তালিকায় যাদের নাম ছিল তাদের অনেকে বাদ পড়েছেন।
“এখানে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের কিছু আইনজীবীর নাম ঢুকেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো জিপি, পিপি, এপিপিসহ বিভিন্ন পদে মহানগরীর আইনজীবীদের নাম বাদ দিয়ে বেশিরভাগ জেলা ও উপজেলার আইনজীবীদের নাম রাখা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, “আদালতের জিপি, পিপি ও এপিপি নিয়োগে জেলা বিএনপির কারো কোনো হাত নেই। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের মাধ্যমে যে নামগুলো এসেছে সে নামগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আর সেখান থেকেই এসব নিয়োগ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, এ ব্যাপারে গাজীপুরের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ নেতাদেরও সম্মতি ছিল।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর বারের সাবেক সভাপতি, গাজীপুর ল কলেজের অধ্যক্ষ ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. সহিদউজ্জামান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, আরমান আলী, শরীফ উদ্দিন, মোতাহার হোসেন, আব্দুল হামিদ, অজিফা অলি মুক্তা, আনোয়ার হোসেন, শফিকুল আলম মিলু, হামিদা পারভীন শৈলী।
সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিলের দাবিতে দুদিন ধরে গাজীপুর আদালত পাড়ায় বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
তারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে এ নিয়োগ স্থগিত রাখার জন্য দাবি জানিয়েছেন।