এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ এবং র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
Published : 21 Apr 2025, 10:18 PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র্যাব সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
এ ছাড়া এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ এবং র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান।
নিহত সিয়াম মোল্লা বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা মো. রিপন মোল্লার ছেলে।
আহত একই এলাকার বাসিন্দা খালেক মোল্লার ছেলে রাকিব মোল্লাকে (২৭) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. মাহমুদুল আহসান বলেন, “আমাদের একটি টিম মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল। এ সময় অভিযানিক দলের উপর হামলা করে র্যাবের দুই সদস্যকে গুরুতর আহত করেছে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি করেছে। অভিযান চলছে। পরে বিস্তারিত জানাব।”
আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, “আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র্যাব সদস্যরা অভিযানে যায়। তখন মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রথমে হাতাহাতি হয়। এ সময় র্যাব সদস্যরা আহত হলে আত্মরক্ষার্থে গুলি করা হয়।
“এতে দুজন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
আহত রাকিব মোল্লার সঙ্গে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাব্বির হাওলাদার বলেন, “রাকিবের মামাত ভাই সিয়াম। দুইজনরে ফায়ার করছে। কারা গুলি করছে কইতে পারি না।”