বসতবাড়ির সীমানায় পোঁতা খুঁটি তুলতে গেলে একজন আরেকজনকে আঘাত করেন বলে জানায় পুলিশ।
Published : 28 Dec 2024, 07:48 PM
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
শনিবার দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।
নিহত মোজাফফর আলী (৫৫) ওই গ্রামের প্রয়াত হেকমত আলীর ছেলে।
ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে মোজাফফরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।
“দুপুর ২টার দিকে আব্দুর রহমান বাড়ির সীমানায় আগে থেকে পোঁতা খুঁটি তুলতে গেলে বাধা দেন মোজাফফর। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান রড দিয়ে মোজাফফরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।”
ঘটনার পর আবদুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি রফিকুল ইসলাম আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ না করলেও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।