পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্কে বর্তমানে ১১টি ওয়াইল্ড বিস্ট এবং লাল-নীল রংয়ের ৩০টি ম্যাকাও পাখি রয়েছে।
Published : 22 Jul 2023, 01:49 PM
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি ওয়াইল্ড বিস্ট শাবক ও বিদেশি পাখি ব্লু ম্যাকাও মারা গেছে।
এ ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ৭ ও ৮ জুলাই শ্রীপুর থানায় দুটি সাধারণ ডায়েরি করেন বলে গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আজমির হোসেন জানান।
গত ৭ জুলাই ওয়াইল্ড বিস্ট ও ৮ জুলাই ব্লু ম্যাকাও পাখি মারা যাওয়ার বিষয়টি পার্ক কর্তৃপক্ষ সংবাদকর্মীদের কাছে প্রথমে চেপে গেলেও থানায় সাধারণ ডায়েরির সূত্রে জানা গেলে পার্ক কর্তৃপক্ষ পরে স্বীকার করে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. রফিকুল
ইসলাম জানান, জীবানু সংক্রমনে অসুস্থ্য ব্লু ম্যাকাও পাখি এবং
পুরুষ ওয়াইল্ড বিস্টের শিংয়ের গুতায় গুরুতর জখম হওয়া বিস্ট শাবকটি কোয়ারেন্টিনে থাকা অবস্থায় (প্রায় ১৪ মাস ভোগে) মারা গেছে।
তিনি আরও বলেন, পার্কে বর্তমানে ১১টি ওয়াইল্ড বিস্ট রয়েছে। যাদের মধ্যে পাঁচটিরই জন্ম হয়েছে এ পার্কে।
অপরদিকে পাখিশালায় লাল ও নীল রংয়ের মোট ম্যাকাও পাখি রয়েছে ৩০টি।
সম্প্রতি একটি নীল ম্যাকাও তিনটি ডিম দেয়; তার মধ্যে একটি থেকে বাচ্চা ফুটেছে।
সাফারি পার্ক বা জাতীয় চিড়িয়াখানায় (সরকারিভাবে) লালন-পালন করা এ ধরনের ম্যাকাও পাখি এবারই প্রথম ডিম ফুটে বাচ্চা দিল বলে পার্ক কর্মকর্তা জানান।
বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, “চার মাস বয়সে ওয়াইল্ড বিস্ট বাচ্চাটি তার বাবা প্রাণীটিকে বার বার বাধা দিচ্ছিল। এ সময় বাবা ওয়াইল্ড বিস্ট ক্ষিপ্ত হয়ে প্রথমে বাচ্চাটিকে লাথি মেরে ফেলে দেয় এবং পরে শিং দিয়ে আঘাত করে। এক পর্যায়ে শিংয়ের সঙ্গে আটকে গেলে বাচ্চাটিকে ওপরে তুলে নিচে আছড়ে ফেলে দেয়। এতে বাচ্চাটি গুরুতর জখম নিয়ে দীর্ঘদিন ভোগে আর ম্যাকাওটি ফুসফুসে সংক্রমণজনিত কারণে মারা যায়। প্রাণী দুটির চিকিৎসা চলছিল।”
ঢাকা বিভাগীয় এ বন কর্মকর্তা বলেন, পার্কে প্রাণীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড রয়েছে। তারা নিয়মিত চেকআপ করেন।