শিক্ষার্থীদের অভিযোগ, অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।
Published : 31 Jul 2024, 06:29 PM
খুলনায় বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কয়েকশো শিক্ষার্থীর একটি মিছিল নগরীর নিরালা মোড়, ময়লাপোতা মোড় হয়ে রয়েল মোড়ের দিকে যাচ্ছিল।
মিছিলটি ময়লাপোতা মোড়ে পুলিশের বাঁধার মুখ পড়ে। সেখান থেকে পুলিশকে উপেক্ষা করে সাতরাস্তা মোড়ে বিএমএ ভবনের সামনে এলে আবার পুলিশের বাঁধার মুখে পড়ে। এরপর শিক্ষার্থীরা বিএমএ'র সামনে রাস্তায় বসে বিক্ষোভ করতে থাকেন।
পরে পুলিশ তাদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা দেওয়া শুরু হয়। এক সময় পুলিশি বাধায় শিক্ষার্থীরা সেখান থেকে উঠে যান এবং সাত রাস্তার বিভিন্ন গলিতে অবস্থান নেন।
এর আগে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে নগরীর রয়েল মোড় এলাকায় শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অতিরিক্ত কড়াকড়ির ফলে শিক্ষার্থীরা রয়েল মোড়ের আশেপাশে ভিড়তে পারেননি।
শিক্ষার্থীদের অভিযোগ, সেখান থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।
জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, “সন্দেহভাজন হিসেবে শিক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের অভিভাবক ডেকে ছেড়ে দেওয়া হবে।”
তবে কতজন আটক হয়েছে তা জানাননি তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, “ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। কোটা আন্দোলনের সমন্বয়কারীরা মঙ্গলবার রাতে খুলনা সার্কিট হাউজে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। কিন্তু কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল যুবক তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে।”
পুলিশ কমিশনার বলেন, সন্দেহভাজন আরও কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।