তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।
Published : 07 Dec 2024, 01:56 PM
উত্তরের জেলা নওগাঁয় শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনগুলো আলো জ্বেলে চলতে হচ্ছে।
বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, “ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে এখানে।
“শনিবার সকালে নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।”
তাপমাত্রা আরো নিচে নামতে পারে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।
এদিকে গত কয়েকদিন ধরেই নওগাঁ জেলায় শীত জেঁকে বসেছে। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এবং সন্ধ্যা রাতেও ঘন কুয়াশায় ঢেকে থাকছে জনপদ। এ অবস্থায় দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে।
তবে তীব্র শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন জেলার খেটে খাওয়া দিনমজুর, রিকশা ও ভ্যান চালকরা।
শীতের কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের আলু, সরিষা চাষাবাদ এবং রোপা-আমনের কাটা ও মাড়াই।
হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের রোগী। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি।