২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানান পিপি।
Published : 20 Jan 2025, 09:25 PM
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মাসুদার রহমান মাসুদ।
মৃত্যুদণ্ড পাওয়া নুর মোহাম্মদ ওরফে নয়ন (৩০) উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে।
জেলা জজ আদালতের (জিআর) এসআই শুভ্র কুমার জানান, ২০১৯ সালের জানুয়ারিতে নয়নের সঙ্গে একই উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের মৌমিতা আক্তার লতার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এ নিয়ে মৌমিতাকে নির্যাতন করতেন নয়ন।
“এক পর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে একই বছরের ২২ সেপ্টেম্বর রাতে মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান নয়ন।”
এ ঘটনায় নয়নকে আসামি করে সুন্দরগঞ্জ আমলী আদালতে একটি পিটিশন মামলা করেন মৌমিতার মা গোলেনুর বেগম।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদার রহমান মাসুদ।