গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভ উপকূলের মুন্ডারডেইল ঘাটে আসা ৩৬ রোহিঙ্গা বিজিবির হাতে আটক হয়।
Published : 15 Jan 2025, 11:09 PM
মিয়ানমার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ উপকূল দিয়ে অনুপ্রবেশের সময় ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার বিকালে টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় জানিয়ে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরির্দশক শোভন কুমার শাহ বলছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন তাদের হেফাজতে রয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভ উপকূলের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়।
অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে জানিয়ে টেকনাফ উপজেলার ইউএনও মো. এহসান উদ্দিন বলেন, “অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো একসাথে কাজ করছে।”