“হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
Published : 19 Oct 2024, 07:16 PM
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া এলাকার নয়াবাজারে এই ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান।
নিহত ১৫ বছর বয়সী রুদ্র দাস ওই এলাকার মানিক মিয়ার কলোনির অমরচাঁন দাসের ছেলে।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল বলেন, “রুদ্র ব্যাটারিচালিত ভ্যানচালক ছিল। বিকালে তার ভ্যানের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
তার লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।