জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ফেইসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল। সেই স্ট্যাটাসে ইতিবাচক সাড়াও মিলেছে বলে জানান তিনি।
Published : 28 Nov 2023, 11:45 AM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য সামসুদ্দিন আহমেদের ছোট ছেলে সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল।
হরিরামপুর-সিংগাইর-মানিকগঞ্জ সদরের একাংশ নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে এর মধ্যে তিনি সহকারি রিটার্নিং কর্মকর্তা ও হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের কাছ থেকে মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন।
এই আসনে তৃতীয়বারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এ নেতা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন।
চঞ্চল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দলের কেউ প্রার্থী হলে তাকে সমস্যার সৃষ্টি হয় এমন কিছুই করা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশই হচ্ছে সবচেয়ে বড়।”
এর আগে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নিজের ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন চঞ্চল। সেই স্ট্যাটাসে ইতিবাচক সাড়াও মিলেছে বলে জানান তিনি।