বিক্ষোভকারীরা ইসকনের পক্ষে এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়।
Published : 02 Dec 2024, 11:32 PM
ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের বিপরীতে শূন্যরেখায় ভারতীয়রা বাংলাদেশবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে।
এ ঘটনায় ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
রোববার বিকাল থেকে মাইক নিয়ে বিলোনিয়া সীমান্তের শূন্যরেখায় ৫০ থেকে ৬০ জন ভারতীয় জড়ো হয়ে উচ্চস্বরে মাইক দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। পরে বিএসএফ তাদের সরিয়ে দেয়। রাত ১২টার দিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সোমবার বিজিবির পক্ষ থেকে প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবে বিএসএফকে প্রতিবাদ পাঠানো হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিএসএফ সচেষ্ট রয়েছে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে।
“তাছাড়া এমন ঘটনা দেশের আরো কয়েকটি সীমান্তে ঘটায় বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরবর্তীতে পদক্ষেপ নেবে।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার বিকাল থেকে বাংলাদেশের দিকে মাইক তাক করে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা ইসকনের পক্ষে এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আজেবাজে স্লোগান দেয়। পরে বিএসএফ সদস্যরা তাদের ওই স্থান থেকে সরিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দা এম এ হাসান বলেন, “বাংলাদেশ ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কটাক্ষ করে দেওয়া বক্তব্য ও স্লোগান নিন্দনীয়। দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
বিলোনিয়া স্থলবন্দরের কাস্টমস এসআই আমিনুল হক বলেন, “সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশকে কটাক্ষ করে এমন আন্দোলন অস্বাভাবিক। বিজিবির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
বিলোনিয়া ইমিগ্রেশন চেক পোস্টের এসআই শাহ আলম বলেন, “সীমান্তের ওই প্রান্তে উচ্চস্বরে মাইক বাজিয়ে বাংলাদেশকে কটাক্ষ করে স্লোগান দেওয়ার বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে।”
বিজিবির মজুমদার হাট বিওপির কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, ঘটনার পর বিএসএফের কোম্পানি কমান্ডারকে ডেকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।