ঘটনাস্থল থেকে তিনটি নৌকা ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
Published : 04 Nov 2024, 11:14 AM
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তক্কাখালী এলাকায় বনদস্যুদের হাতে জিম্মি দশ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।
এ সময় বনদস্যুদের সঙ্গে বনবিভাগের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রোববার বেলা ২টার দিকে সুন্দরবনের বুড়িগোয়ালিনী রেঞ্জের কদমতলা স্টেশন অফিসের আওতাধীন সুন্দরবনের তক্তাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান।
উদ্ধার জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামে দাউদ গাজীর ছেলে আলিম গাজী, বাহার আলী সরদারের ছেলে নূরুল ইসলাম, আলিম গাজীর ছেলে রবিউল ইসলাম, হরিনগর গ্রামের ফজলে সানার ছেলে হাফিজুর রহমান, খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান, ইমান আলী সানার ছেলে মুছাক সানা, ছোট ভেটখালী গ্রামের মজিদ গাজীর ছেলে শফিকুল গাজী, বড়ভেটখালী গ্রামের জয়নাল গাজীর ছেলে নজরুল ইসলাম ও দুরমুজখালী গ্রামের লিয়াকত মল্লিকের ছেলে রফিকুল মল্লিক।
জিয়াউর বলেন, “জেলেদের কাছে তক্তাখালী এলাকায় বনদস্যু বাহিনীর উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ বনদস্যুরা আমাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
“আত্মরক্ষার জন্য বন বিভাগের সদস্যরাও পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে বনদস্যু বাহিনী ডেরা ও মালপত্র ফেলে গহীন সুন্দরবনে পালিয়ে যায়।”
পরে সেখান থেকে অপহৃত ১০ জেলে, তিনটি নৌকা, একটি সোলার প্যানেল, ১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।