“অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জুয়েলসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান।”
Published : 03 Mar 2025, 11:10 AM
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে এ দুর্ঘটনায় আহত এক নারীসহ তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, অ্যাম্বুলেন্স চালক জুয়েল (৪৫)।
ওসি বলেন, “হৃদরোগে আক্রান্ত এক রোগী নিয়ে গোদাগাড়ী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বিজিবি চেকপোস্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জুয়েলসহ ঘটনাস্থলেই তিনজন মারা যান।”
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে অ্যাম্বুলেন্স ও ট্রাক রাস্তার ওপর থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র সঙ্কর কে বিশ্বাস বলেন, “সকাল ৬টার দিকে তিনজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর; পর্যবেক্ষণে রাখা হয়েছে।”