Published : 01 May 2025, 06:15 PM
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের আড়াই ঘণ্টা পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চর কিশোরগঞ্জের কাছে ফেরিঘাট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান।
নিহত ইমাম হোসেন নয়ন (২৬) নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের পুত্র। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট নয়ন পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক নামে একটি কোম্পানিতে চাকরি করতেন।
পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, নয়ন ছুটির দিনে সহকর্মীদের সঙ্গে বেড়াতে যান মিনি কক্সবাজার হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের পাশের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জে।
দুপুরে সেখানে ছয় বন্ধু মিলে গোসল করতে নামেন। হঠাৎ নিখোঁজ হন নয়ন। সঙ্গে থাকা বন্ধুরা ৯৯৯ কল করে সাহায্য চান। স্বজনরা খবর পেয়ে ছুটে আসেন।
নিখোঁজের আড়াই ঘণ্টার পর আশপাশের এলাকা থেকেই লাশটি উদ্ধার করা হয়।