“জিজ্ঞাসাবাদে জানা যায়, গরু ও মাদক চোরাচালানের জন্য তারা আগের দিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।”
Published : 05 Dec 2024, 05:57 PM
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছ থেকে তাদের আটক করা হয় বলে
ফতেপুর বিওপির-৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মনির-উজ-জামান জানান।
আটকরা হলেন-শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির সাহাপাড়া এলাকার নুহ নবী (৩৫), সুমন (৩০), এম আলী (২৬) ও সুজন শেখ (২৭)।
লেফট্যানেন্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, “ভারত থেকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের থামার নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে টহল দল ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।
“পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, গরু ও মাদক চোরাচালানের জন্য তারা আগের দিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।”
আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।