চুয়াডাঙ্গায় ‘ভুসির বস্তায় ছিল আড়াই কোটি টাকার’ সোনা

বিজিবি জানায়, ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার ছিল।   

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2023, 01:35 PM
Updated : 23 March 2023, 01:35 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গমের ভুসির বস্তা থেকে ১০টি সোনার বার জব্দ করা হয়েছে; যার দাম প্রায় আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বারগুলো জব্দ করা হয় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান।

তিনি জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনার চালান পাচারের গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল।

বেলা ৩টায় এ এলাকা দিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখে বিজিবির সন্দেহ হয়। তখন টহলদল ভ্যানটির গতি রোধ করে। এ সময় ভ্যানে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে টহলদল ভ্যানে থাকা গমের ভুসির একটি বস্তা জব্দ করে।

লেফটেন্যান্ট কর্নেল সাঈদ জাহিদুর রহমান আরও বলেন, বস্তাটি পালিয়ে যাওয়া অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বলে জানান ভ্যানে থাকা অন্য আরোহীরা।

“পরে ওই বস্তা তল্লাশি করে ৩ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করা হয়।”  

তবে ভ্যানে থাকা অন্য ব্যক্তিদের আটক করা হয়নি বলে জানান জাহিদুর।

জাহিদুর রহমান আরও জানান, এ ব্যাপারে বিজিবির নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।