১৫টি সোনার চুড়িও জব্দ করা হয়েছে।
Published : 22 Apr 2024, 07:46 PM
দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসা তিন যাত্রীর লাগেজে মিলেছে সোনার গুঁড়া, যা আনা হয়েছিল কম্বলের সঙ্গে আঠা লাগিয়ে।
সোমবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে এ তিন যাত্রী চট্টগ্রামে আসেন।
আটক যাত্রীরা হলেন-মোবারক আলী, নাজমুল হক ও মোহাম্মদ আনোয়ার শাহ।
শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার আলিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই তিন যাত্রীর লাগেজ স্ক্যানিং করার সময় সোনা জাতীয় প্রতিচ্ছবি দেখা যায়। এসময় তাদের লাগেজ খুলে সেখানে থাকা কম্বলের ভেতরে কাপড় মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে কিছু পাউডার জাতীয় দ্রব্য পাওয়া যায়।”
কাস্টমস কর্মকর্তা আলীফ বলেন, জব্দ করা দ্রব্যগুলো স্বর্ণ কি না তা যাচাই করতে স্বর্ণাকার নিয়ে আসা হয়। সেগুলো দণ্ডে পরিণত করা হলে ৯৯৫ গ্রাম ওজনের ১০ দণ্ড প্রস্তুত হয়। তাছাড়া তাদের কাছ থেকে ২৯৭ গ্রাম ওজনের ১৫টি সোনার চুড়িও জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান উপ-কমিশনার আলিফ।