এক মালিক বলেন, মোট ১০ লাখ টাকা সন্ত্রাসীদের মুক্তিপণ দিতে হয়েছে।
Published : 18 Feb 2025, 04:41 PM
বান্দরবানের লামা থেকে অপহৃত ২৫ জন রাবার শ্রমিক মুক্তি পেয়েছেন। যাদের ‘মুক্তিপণের বিনিময়ে’ ছেড়ে দেওয়া হয়েছে বলে রাবার বাগানের এক মালিক জানিয়েছেন।
সোমবার রাতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন রাবার বাগানের মালিকরা। তবে অপহৃত শ্রমিকদের কোন জায়গা ছাড়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেনও অপহৃত ২৫ শ্রমিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তি পাওয়া শ্রমিকদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)।
শ্রমিকদের সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান রাবার বাগানের মালিকরা।
শনিবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গয়ালমারা মুরুংঝিরি রাবার বাগানের এলাকা থেকে একদল সশস্ত্র সন্ত্রাসীরা রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়।
মঙ্গলবার বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. আব্দুল করিম বলেন, “শনিবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি বিভিন্ন রাবার বাগান থেকে যে শ্রমিকদের সন্ত্রাসীরা অপহরণ করেছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।”
নাম না প্রকাশের শর্তে রাবার বাগানের এক মালিক বলেন, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ এবং বাকি ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা মোট ১০ লাখ টাকা সন্ত্রাসীদেরকে মুক্তিপণ দিয়েছেন। অপহৃত শ্রমিকদেরকে বেশি ‘মারধর’ করা হয়েছে। তাদের কক্সবাজার উপজেলার ঈদগাঁ উপজেলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।