আহতরা কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
Published : 24 Oct 2022, 10:02 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ঝড়ো হাওয়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবনের একাংশ ধসে চারজন আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান হক চৌধুরী জানান।
স্থানীয়দের বরাতে রাতে এরফানুল হক চৌধুরী বলেন, রোববার রাত থেকে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে টেকনাফে গুড়িগুড়ি ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। এটি এখনও অব্যাহত রয়েছে।
“বিকাল সাড়ে ৪টায় হোয়াইক্যং বাজার এলাকায় নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট পাকা ভবনের একাংশ বিধ্বস্তের ঘটনা ঘটে। ভবনটির মালিকসহ চারজন আহত হন।”
ইউএনও আরও জানান, আহতরা সবাই ভবন মালিকের ভাই-বোন এবং অংশীদার। তারা নিজেদের ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
ভবনটির মালিক আতাউর রহমান কায়সার বলেন, বিকালে আকষ্মিক দমকা হাওয়ার প্রভাবে বিকট শব্দে নির্মাণাধীন ভবনের বড় একটি অংশ ধসে পড়ে।
আহতরা সবাই কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন।