“নির্বাচন ঘিরে স্বাধীনতাবিরোধী শক্তি ও জঙ্গিবাদ মাথাচাড়া দিতে চাইছে। এদের প্রতিহত করতে হবে।”
Published : 18 Mar 2023, 05:50 PM
স্বাধীনতাবিরোধী সব রাজনৈতিক দলের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
গোপালগঞ্জের এই সংসদ সদস্য বলেন, “নির্বাচন ঘিরে স্বাধীনতাবিরোধী শক্তি ও জঙ্গিবাদ মাথাচাড়া দিতে চাইছে। এদের প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে হবে।”
শনিবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নলেজ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কিউ এম মাহবুব, ভারতের সহকারী রাষ্ট্রদূত ইন্দর জিত সাগর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে শেখ ফজলুল করিম সেলিম প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নলেজ পার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উম্মোচন করেন।
১৭০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩ একর জমিতে নলেজ পার্ক নির্মিত হচ্ছে।