জরিমানার ৫০ হাজার টাকা জমা দেওয়ার পরই ড্রেজারটি ফেরত পেয়েছেন এর মালিক।
Published : 17 Aug 2023, 12:36 AM
বরিশালের মেহেন্দিগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ এ জরিমানা আদায় করেন।
জরিমানা দেওয়া ড্রেজার মালিকের নাম লোকমান মুন্সী (৪০)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা।
মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘনা নদীর শাখা লালখারাবাদ লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত নিয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
“এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক লোকমানকে আটক করা হয়, জব্দ করা হয় ড্রেজারটি। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমদ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা জমা দেওয়ার পর ড্রেজারটি ছেড়ে দেওয়া হয়।”
এছাড়াও মেঘনা নদীতে দিনভর অভিযান চালিয়ে উদ্ধার করা ৪ লাখ মিটার অবেধ কারেন্ট জাল নির্বাহী হাকিমের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান এসআই।