এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা৷
Published : 30 Mar 2025, 08:38 PM
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর উপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা৷
রোববার যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য জানান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরীফ জানান বলেন, ঈদযাত্রার শেষ সময় শনিবার রাত থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ পড়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটারে রাত থেকে যানবাহনের চাপ বেশি বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ছাড়াও খোলা ট্রাকে করে বাড়ি যাচ্ছে মানুষ।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবারের চেয়ে শনিবার যমুনা সেতু দিয়ে দুই হাজার ৮৫৭টি যানবাহন কম পারাপার হয়েছে। টোল আদায়ও কম হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপারের ব্যবস্থা করা হয়েছে।