২০২০ সালে একরামুল হোসেনকে হত্যার পর সানিয়াজান নদীতে বালুচাপা দিয়ে রাখা হয়।
Published : 12 Nov 2024, 07:26 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চার বছর আগে একরামুল হক নামে একজনকে হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেষ্ঠ্য জেলা ও দায়রা জজ মোহাম্মদ আদিব আলী এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান।
দণ্ডিতরা হলেন-হাতীবান্ধা উপজেলার রমণীগঞ্জ গ্রামের আব্দুস সুবাহানের ছেলে নূর হাই, একই এলাকার তছির উদ্দিনের ছেলে শামিম হোসেন ও নাজির হোসেনের ছেলে কবির হোসেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বরাতে আদালত পুলিশের পরিদর্শক বলেন, ২০২০ সালে একরামুল হোসেনকে হত্যার পর সানিয়াজান নদীতে বালুচাপা দিয়ে রাখা হয়। ঘটনার দুদিন পর সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পরে এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন একরামুলের বাবা। তদন্ত শেষে পুলিশ সব আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।