মেয়ে বিনা খাতুন বলেন, রাতে দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে থেকে ১০-১৫জন লোক তার বাবাকে তুলে নিয়ে৷
Published : 13 Aug 2024, 02:03 PM
বগুড়ায় সেতুর ওপর থেকে এক মুদি দোকানির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি মুখ ঢাকা দুবৃর্ত্তরা তাকে তুলে নিয়ে গিয়েছিল।
মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি বারুনীমেলার ব্রিজের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বগুড়ার নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন।
নিহত বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার রমজান আলীর ছেলে। তিনি এলাকায় মুদি দোকান চালাতেন।
নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, রাতে দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে থেকে ১০-১৫জন লোক তার বাবাকে তুলে নিয়ে৷ তাদের বেশিরভাগেরই মুখ ঢাকা ছিল। পরে সকালে স্থানীয় লোকজন ওই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বাবার গলাকাটা লাশ দেখতে পায়।
এসআই সাজ্জাদ বলেন, পূর্ব শত্রুতার জেরে ওই ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে সোমবার রাতের কোনো এক সময় গলা কেটে হত্যা করে।
খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।