আইনি জটিলতায় গাছগুলো কাটা যাচ্ছে না বলে জানান জামতলা বাজার কমিটির সভাপতি।
Published : 11 Jun 2024, 11:22 AM
যশোরের শার্শা উপজেলায় ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার জামতলা শার্শা সড়কের রিফা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উলাশী ইউনিয়ন পরিষদের বড়বাড়িয়া ওয়ার্ডের সদস্য সাহেব আলী।
নিহত জোহর আলী (৪৭) উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি পেশায় একজন আম ব্যবসায়ী।
সাহেব আলী বলেন, আকাশে মেঘ দেখে জামতলা বাজার থেকে রাতে বাড়ি ফিরছিলেন জোহর আলী। পথে ঝড়ো হাওয়ায় রাস্তার পাশে থাকা মরা গাছের শুকনা ডাল ভেঙে পড়ে তার মাথায়। এতে তিনি গুরুতর আহত হন।
পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামতলা-শার্শা সড়কের পাশে লাগানো গাছগুলো জেলা পরিষদের। পাঁচ বছর আগে জামতলা বাজার সংলগ্ন রিফা ও বিশ্বাস ইটভাটার সামনের অন্তত ১০টি গাছ মরে শুকিয়ে গেছে। সামান্য ঝড় হলেই গাছগুলো ভেঙে পড়ার আশঙ্কা থাকলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
আইনি জটিলতার কারণে গাছগুলো কাটা যাচ্ছে না বলে জানান জামতলা বাজার কমিটির সভাপতি ইয়াকুব আলী।