বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
Published : 19 Dec 2024, 10:08 AM
কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে টইটং ইউনিয়নের হাজী বাজার বটগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত ) দুর্জয় বিশ্বাস জানান।
নিহতরা হলেন- টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২), উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে আব্দুর রহমান (৩৫), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মাদ্রাসা এলাকার মুন্সী মিয়ার ছেলে ফিরোজ (৪৯), কুমিল্লার লাকসাম উপজেলার ফকিরবাড়ি এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তার ছয় মাস বয়সী সন্তান।
স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস বলেন, অটোরিকশাটি পেকুয়া উপজেলা সদর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটি ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং শিশুসহ দুইজন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অপর ব্যক্তি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বলেন, নিহতদের লাশ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরায় বলে জানান তিনি।