ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভোগান্তিতে পড়েছেন চালক-সহকারীরা।
Published : 11 Dec 2024, 09:23 AM
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এতে করে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভোগান্তিতে পড়েছেন চালক-সহকারীরা।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।
অপরদিকে, প্রায় একই সময় থেকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
নাসির উদ্দীন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ১২টা ৪০মিনিট থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা আরও জানান, কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।