১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলছাত্রী অপহরণের শিকার হয় বলে মামলায় বলা হয়েছে।
Published : 16 Mar 2025, 09:41 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে বলে বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী জানান।
গ্রেপ্তার নারীর নাম ছখিনা বেগম। তিনি সরাইল উপজেলার বাসিন্দা।
অপহরণ মামলার প্রধান আসামি ছখিনার ছেলে মো. রিফাত মিয়া। মামলায় রিফাতের বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগম ছাড়াও অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করা হয়েছে। তারা পলাতক।
মামলায় বিজয়নগর উপজেলার এক ব্যক্তি অভিযোগ করেন, তার মেয়ে নানার বাড়িতে থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করত। স্কুলে আসা-যাওয়ার পথে রিফাত তাকে উত্ত্যক্ত করত। রিফাতের পরিবারকে জানিয়েও কোনো লাভ হয়নি।
১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুলছাত্রীকে রিফাত অপহরণ করে বলে মামলায় বলা হয়েছে।
গ্রেপ্তার ছখিনা বেগমের আত্মীয় শরিফা আক্তার বলেন, “দোষ করেছে ছেলে, সেই অপরাধে মাকে জেলে দিল পুলিশ। এটা কি ঠিক হয়েছে? পুলিশ ছেলেকে ধরে এনে বিচার করুক।”
বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, ছখিনা বেগম মামলার তিন নম্বর আসামি। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।