“তাকে কারা এবং কেন খুন করেছে তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।”
Published : 21 Nov 2024, 03:18 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জালকুড়ি এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান।
নিহত ২৬ বছর বয়সী মো. শাকিল গাইবান্ধার শাহপাড়া ইউনিয়নের মরিচবাড়ি এলাকার মো. কুদ্দুছের ছেলে।
তিনি ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার কাংকার মোড়ের মোস্তাক মিয়ার ভাড়াটিয়া ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, “স্থানীয়রা রাস্তার পাশে শাকিলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তিনি এলাকায় অটোরিকশা চালাতেন। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার বিস্তারিত নাম-পরিচয় পাওয়া গেছে।”
ওসি আল মামুন বলেন, “তাকে কারা এবং কেন খুন করেছে তা নিশ্চিত হতে তদন্ত শুরু করছে পুলিশ।”
এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।