তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি।
Published : 05 Oct 2024, 01:26 PM
লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত ও যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
এর মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১২টায় দহগ্রাম সীমান্ত থেকে শিশুসহ ছয় জনকে এবং শুক্রবার রাতে শার্শা সীমান্ত থেকে চারজনকে আটক করা হয়েছে।
বিজিবির বরাতে লালমনিরহাটের পাটগ্রাম থানার পরিদর্শক পিএম মামুন রশিদ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের আঙ্গোরপোতার মেইন পিলার ডিএমপি ১০/৫ এস থেকে কাছ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় স্থানীয় দালালচক্রের সদস্যসহ ছয় জনকে আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজগঞ্জ সদরের মৃত রতন ঘোষের ছেলে মাণিক ঘোষ (৩৭), মাণিকের স্ত্রী পুজা সাহা (৩০), তাদের মেয়ে নমতা ঘোষ (১২) ও পুজাতা ঘোষ (৩) ও বাদল চন্দ্রের স্ত্রী কনিকা ঘোষ (৫০)।
অপরজন বেলাল হোসেন (২৫) পাটগ্রাম উপজেলার দহগ্রাম (পাঙ্গেরটারী) রহিদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ‘দালাল চক্রের সদস্য’ বলে জানিয়েছে বিজিবি।
শনিবার সকালে পরিদর্শক মামুন বলেন, শুক্রবার বিকালে আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর করে পানবাড়ি বিজিবি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে যশোরের শার্শা সীমান্তের পাঁচভূলেট এলাকার একটি মাঠ থেকে ভারতে অনুপ্রবেশকালে তিন নারী ও এক পুরুষকে আটক করেছে বিজিবি।
খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের পাঁচভুলোট বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার মো. ওমর ফারুক বলেন, ‘সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে’ এমন গোপন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাচভুলোট মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন,বাগেরহাটের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০), সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘি জোয়ারদার (১৪)।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আর কোনো অপরাধমূলক মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।