কালিহাতী উপজেলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং দেলদুয়ার উপজেলায় ধলেশ্বরী নদী থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
Published : 11 Jun 2024, 09:39 PM
টাঙ্গাইলের কালিহাতী ও দেলদুয়ার উপজেলা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং দেলদুয়ার উপজেলায় ধলেশ্বরী নদী থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ বলেন, খবর পেয়ে দুপুরে কালিহাতীর পারখি ইউনিয়নের বর্গা গ্রামের স্বামীর বাড়ির ঘরের আড়ায় ঝুলন্ত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২২ বছর বয়সী মারুফা আক্তার ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে। গৃহবধূর আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এসআই মিন্টু আরও বলেন, স্বামীর পরিবারের দাবি তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তবে আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে দেলদুয়ার থানার ওসি প্রদ্যুত সরকার জানান, উপজেলার এলাসিন ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ বছরের আসাদুল নাগরপুর উপজেলার শাহজানী গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে। রোববার দুপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়েছিল।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।