মৎস্য অধিদপ্তর জানিয়েছে, কারা সহায়তা পাবেন আর কারা পাবেন না – এ ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই।
নিষেধাজ্ঞার মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অভয়াশ্রম থেকে শিকার করা পাঁচ হাজার কেজি মাছ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার কালিগঞ্জ লঞ্চ ঘাটে এমভি তাসরিফ-১ লঞ্চ থেকে ওই মাছ উদ্ধার করা হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। লঞ্চ থেকে অভয়াশ্রমে শিকার করা ১২টি ঝুড়িভর্তি পোয়া ও তাপসী প্রজাতির পাঁচ হাজার ১৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।