নাটোরে নিখোঁজ নারী সাতক্ষীরায় উদ্ধার, গ্রেপ্তার ২

বিবাহিত ওই নারী নাটোরে সদরের তার বাবার বাড়িতে বেড়াতে আসেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 08:18 AM
Updated : 13 Nov 2023, 08:18 AM

নাটোরে বিয়ের পরে বাবার বাড়িতে এসে নিখোঁজ হওয়া এক নারীকে সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পরিবারের করা অপহরণের মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সন্জয় কুমার সরকার জানান, সাতক্ষীরা র‍্যাবের সহযোগিতায় রোববার মধ্যরাতে সাতক্ষীরার শ্রীরামপুরের গুচ্ছগ্রাম ও তালা ইসলামকাঠি বাইখোলা এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়।

আটকরা হলেন, সাতক্ষীরার শ্রীরামপুরের মানিক গাজীর ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), যাকে অপহরণ চক্রের মূলহোতা বলছে র‍্যাব এবং একই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম (৪৫)।

সন্জয় কুমার সরকার বলেন, বিবাহিত ওই নারী ৬ নভেম্বর নাটোরে সদরের তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শুক্রবার তিনি প্রতিবেশী বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেন নি।

পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও পাননি। পরে অজ্ঞাতনামাদের আসামি করে নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।

সন্জয় আরও বলেন, মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান চিহ্নিত করে তাকে উদ্ধার করা হয়েছে।

তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র‍্যাব কর্মকর্তা।