একটি চুরি মামলায় মিঠু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শনিবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায় দামুড়হুদা পুলিশ।
Published : 21 Feb 2024, 12:40 PM
চুয়াডাঙ্গা জেলা কারাগারের এক হাজতি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির পর মারা গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন জেলা কারাগারের জেলার মো. ফখর উদ্দিন।
মারা যাওয়া ৪০ বছরের মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের ফজলু মিয়ার ছেলে।
জেলার ফখর উদ্দিন জানান, একটি চুরি মামলায় মিঠু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে শনিবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায় দামুড়হুদা পুলিশ।
“কারাগারে থাকা অবস্থায় মঙ্গলবার মিঠু মিয়া বুকে ব্যথা অনুভব করেন। রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান তিনি।”
জেলার আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মিঠু মিয়ার বুকে ব্যথা ছাড়াও কিডনির সমস্যা ছিল। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।